Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

অনলাইন সেবাঃ

 ১। অনলাইন প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটে সেবা প্রদান করা।  যেমনঃ ভর্তির আবেদন, চাকুরির বিজ্ঞপ্তি দেখা, চাকুরির ফর্ম পূরন, রেজাল্ট দেখা, রুটিন দেখা,পত্রিকা পড়া, ই-মেইল আদান-প্রদান ।

 

 

চিকিৎসা সেবাঃ

২। চিকিৎসা সেবা, যেমনঃ অনলাইন ইন্টারনেটের মাধ্যমে কিছু সেবা প্রদান করা হয়, যেমনঃ মায়া আপা নামক একটি ওয়েব সাইট মেয়েলী রোগ জিজ্ঞাসায় প্রশ্ন করে তথ্য প্রদান করা হয়, আমাদের গ্রাম প্রকল্প, এছাড়া প্রেসার মাপা, ওজন মাপা,ডায়াবেটিক মাপা, রক্তের হিমোগ্লবিন শতকরা হার পরিক্ষা করা হয় ।

 

আইনি সেবাঃ

৩। বিভিন্ন ওয়েব সাইটে যোগাযোগ করে পরামর্শ গ্রহন করে তথ্য গুলো দেওয়া হয়, এবং আবেদন পত্র লিখে সেগুলো অধিদপ্তরে প্রেরন করা হয় এবং বিভিন্ন পরামর্শ দেওয়া হয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ে কল সেন্টারের মাধ্যমে আইনী সহায়তা প্রদান করা হয়। (ফোন নং:১০৯২১)

 

শিক্ষা বিষয়ক সেবাঃ

 

৪। শিক্ষা বিষয়ক, অনলাইনের মাধ্যমে এই সেবা গুলো প্রদান করা হয়, ই-বুক থেকে বই সংগ্রহ করা হয় কিভাবে সেই সম্পর্কে জানানো হয়, বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইনে ফর্তিফরম পূরণ।

 

কৃষি বিষয়ক সেবাঃ

৫। কৃষি সেবা, যেমনঃ বিভিন্ন ওয়েব সাইট থেকে কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে জানান, ই-কৃষক থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে তথ্য দেওয়া, আরও পশুপালন সম্পর্কে বলা এবং খামার ব্যবস্থাপনা সম্পর্কে জানান ।

 

ভিসা চেকিং সেবাঃ

৬। অনলাইনের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা চেকিং করা হয়।

 

স্ক্যান করা ও প্রিন্ট করাঃ

৭।স্ক্যান করা ও প্রিন্টার মেশিনের সাহায্যে প্রিন্ট করা হয়।

 

নারীর সমঅধিকার বিষয়ক তথ্যঃ

৮।নারীর সমঅধিকার বিষয়ক তথ্যও প্রদান করা হয়ে থাকে।